ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ২৪ রোহিঙ্গাকে শিবিরে ফেরত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ২৪ রোহিঙ্গাকে শিবিরে ফেরত

কক্সবাজার: সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় আটক ২৪ জন রোহিঙ্গা নারী ও পুরুষকে জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গা শিবিরে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৪ জন নারী ও ১০ জন পুরুষ রয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) ইনানী সৈকত থেকে তাদের আটকের পর বিকেলেই তাদের শিবিরে পাঠানো হয়।

পুলিশ জানায়, রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে শতাধিক দালালের মাধ্যমে সাগর পথে মালয়েশিয়া যেতে একটি ট্রলারেও উঠেছিলেন। ট্রলারটি মাঝসাগরে মিয়ানমার নৌবাহিনীর বাধার মুখে পড়ে। এ সময় দালালরা পালিয়ে যান। রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটি ভাসতে ভাসতে উখিয়া উপজেলার ইনানী সৈকতে আসে। এক পর্যায়ে সোমবার ভোরে ট্রলারটি উপজেলার জালিয়াপালং এলাকায় ভিড়লে সবাই পালানোর চেষ্টা করেন। এ সময় ২৪ জনকে আটক করে কোস্টগার্ড পুলিশের কাছে হস্তান্তর করে।

উখিয়া থানা পুলিশ জানায়, আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৪ জন নারী ও ১০ জন পুরুষ। তাদের জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হয়েছে।  

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বাংলানিউজকে জানান, দালালদের প্রলোভনে পড়ে সাগর পথে মালয়েশিয়া যাচ্ছিল এসব রোহিঙ্গারা। ওরা যেহেতু ভিকটিম, তাই একটি সাধারণ ডায়েরি (জিডি) করে সবাইকে যার যার ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।