ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় আগুনে পুড়ে ছাই ১১০০ মণ পাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
গাইবান্ধায় আগুনে পুড়ে ছাই ১১০০ মণ পাট

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজারে একটি পাটের গুদামে আগুন লেগে ১১০০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ব্যবসায়ী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বাজারের আলহাজ্ব জহুরুল হকের পাটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা, সকাল সাড়ে ৮টার দিকে পাটের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই গুদামে ১১০০ মণ পাট পুড়ে ছাই হয়ে যায়।  

গুদাম মালিক জহুরুল আলীর ছেলে মিঠু হাজী বলেন, আমাদের গুদামে চার হাজার মণ পাট ছিল। এর মধ্যে প্রায় ১১০০ মণ পুড়ে যায়। সকালে কীভাবে আগুন লাগে জানি না, আগুনে আমাদের প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

গাইবান্ধা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (এসও) নাসিম রেজা নিলু বলেন, আমাদের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি আগুন নেভাতে তিন ঘণ্টা সময় লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফেলে দেওয়া জ্বলন্ত বিড়ি অথবা সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাল নির্ণয় করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।