ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
পিরোজপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগে মো. মুসা হাওলাদার (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ।  

মঙ্গলবার (১৫ অক্টোবর) জেলা পুলিশ সংবাদ সম্মেলনে এতথ্য জানায়।

 

এর আগে চট্টগ্রামের ইপিজেড এলাকাধীন আকমল আলী রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুসা হাওলাদর উপজেলার উত্তর সোনাখালী গ্রামের আবু হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গত ০১ সেপ্টেম্বর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি গ্রামের সৌদি প্রবাসী মো. মিজানুর রহমানের স্ত্রী হনুফা বেগমকে (৩৬) শ্বাসরোধসহ মারধর করে হত্যা করে মুসা। পরেরদিন নিহতের বাবা মো. জলিল ঘরামি ওই বাড়িতে এসে মেয়েকে মৃত্যু অবস্থায় দেখে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।     

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, হনুফা বেগমের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় মুসার। এ সূত্র ধরে গত ০১ সেপ্টেম্বর যুবক ওই নারীর বাড়িতে আসেন। পরে রাতে তাদের মধ্যে ঝগড়া হলে হনুফাকে হত্যা করে মুসা। জানা যায়, ওই নারীর তিন সন্তান রয়েছে। বড় মেয়ের বিয়ে হওয়ায় তার স্বামীর বাড়িতে থাকেন, এক ছেলে মাদরাসায় পড়াশুনার সুবাদে মাদরাসায় থাকেন আর ছোট মেয়ে দাদার বাড়িতে থাকায় ভিকটিম হনুফা আক্তার প্রায়ই বাড়িতে একা থাকতেন। তিনি উপজেলার উত্তর ভেচকী গ্রামের জলিল ঘরামীর মেয়ে।

গ্রেপ্তার মুসা গৃহবধূকে হত্যার দায় স্বীকার করে জানান, হনুফা বেগমের সঙ্গে তার ফেসবুকে সাথী আক্তার নামে পরিচয়ে প্রেম হয়। আসামি ভিকটিমের প্রেমের টানে তার বাড়িতে এসেন। ওই রাতে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হওয়ায় রাগে-ক্ষোভে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে গলাটিপে হত্যা করে মরদেহ ফেলে চলে যান মুসা।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।