ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জলাবদ্ধতার জন্য আমরা নিজেরাও দায়ী: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
জলাবদ্ধতার জন্য আমরা নিজেরাও দায়ী: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার 

খুলনা: ‘পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার জন্য আমরা দায়ী। বিল ডাকাতিয়া মাধবকাটি,পাবলা, লতা বিল, নর্নিয়া, মধু গ্রাম বিল এসব বিলে জলাবদ্ধতা নিরসনে ভোলা-বরিশাল বিভিন্ন জায়গা থেকে ১০টি পাম্প আনা হয়েছে।

সেগুলো স্থাপন করা হচ্ছে আরও পাম্প  আসছে। পানি নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। অল্প দিনে পাম্পের সংখ্যা আরও বাড়বে। ’

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বিল পাবলা ও ভবদাহের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।  

থুকড়া ইসলামিয়া ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় ৩শ ব্যক্তির এবং চুকনগরস্থ নরনিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে সাড়ে ৬শ ব্যক্তির মাঝে নগদার্থ বিতরণ করেন তিনি।

এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, ডুমুরিয়া ও ফুলতলা এলাকার ৮০-৯০ স্লুইস গেট আছে এগুলো পলি পড়ে বন্ধ হয়ে গেছে। শুস্ক মৌসুমে পলি সরানোর কাজ শুরু হবে তবে জলাবদ্ধতা একদিনে বা এক মাসে নিরসন করা সম্ভব না। এখন যে সরকার আছে এটা কোনো নির্বাচিত সরকার নয়, এটা অন্তর্বর্তী সরকার এটার কাজ দেশ শাসন করা নয় ১৪, ১৮ ও ২৪ এর নির্বাচনে আপনারা ভোট দিতে পারেননি। ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ লীগে ভোট দিয়েছে। প্রধান উপদেষ্টা বিএনপি-জামায়াত সবাইকে ডেকেছিল আমরা বলেছি সরকারের কাজ হলো একটি অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে বিদায় নেওয়া।

গত ১৭ বছর বছরের অত্যাচার জুলুমের কথা উল্লেখ করে তিনি বলেন, এ সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জামায়াত। তাদের শীর্ষ নেতাদের জেল-জুলুম-ফাঁসি দেওয়া হয়েছে । মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জেলের ভেতর হত্যা করা হয়েছে। ১৫ বছর বিএনপি-জামায়াতের লোক বাড়িতে ঘুমাতে পারেনি, চাকরি হয়নি, জামায়তের অফিসগুলো সব বন্ধ করে দিয়েছিল । ৫ আগস্ট তরুণ ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের বুকের ওপর চেপে থাকা জগদ্বল পাথর সরিয়ে দিয়ে আমাদের মুক্ত বাতাসের নিশ্বাস দিয়েছে এখনো প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের সরাতে হবে ১৫ বছরের যারা মানুষ খুন করেছে হত্যা করে পুড়িয়ে দিয়েছে তাদের এদেশে থাকা নৈতিক অধিকার নেই।  

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সূরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইন, মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান,  জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, আশরাফুল আলম।

থুকড়ায় বি এম আব্দুর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমীর গাজী সাইফুল্লাহ। , 

নুরানীয়া মাদ্রাসা প্রাঙ্গণে মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোক্তার হোসেন।

এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিবির সভাপতি বেলাল হুসাইন রিয়াদ, শিবির নেতা শাহজালাল বি এম আব্দুর রশীদ, মাওলানা সাইদুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফরহাদ আল মাহমুদ, মাওলানা মনিরুল ইসলাম, আবুল হোসেন শেখ, মাওলানা আব্দুল মান্নান,মোস্তাক আহমেদ চৌধুরী, মোস্তফা কামাল, বেলাল হুসাইন শেখ, থানা শিবির সভাপতি মফিজুর রহমান, শিবির নেতা আবু তাহের, সামিদুল হাসান লিমন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।