ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেঘনায় ইলিশ ধরার দায়ে ৬ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
মেঘনায় ইলিশ ধরার দায়ে ৬ জেলে আটক

চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে মেঘনানদীতে ইলিশ ধরার অপরাধে ছয় জেলেকে আটক করেছে নৌ পুলিশ।

গত ২৪ ঘণ্টায় মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর মৎস্য দপ্তরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান।

আটক জেলেরা হলেন- মতলব উত্তর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো. মামুন (১৯), মো. মহিন (২০), জহিরাবাদের আরিফ হোসেন (২৬) ও রাসেল পাটোয়ারী (২৫), গাজীকান্দী গ্রামের স্বপন মিয়া (৪০) এবং মো. শাহিন (৩৬)।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, আটক জেলেদের মধ্যে দুই জেলের নামে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে। বাকি চারজনকে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।