ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোবাইল ব্যাংকিং এজেন্টকে অচেতন করে ৪ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
মোবাইল ব্যাংকিং এজেন্টকে অচেতন করে ৪ লাখ টাকা ছিনতাই কিবরিয়া হাওলাদার

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠানের কিবরিয়া হাওলাদার (৩৫) নামে এজেন্টকে অচেতন করে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে কিবরিয়া এ ঘটনার শিকার হন।

তিনি উপজেলার মক্রমপট্টি এলাকার মৃত নওয়াবলী হাওলাদারের পুত্র।  

বুধবার দুপুরে (১৬ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন উপজেলার ঘারুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আ. জলিল ব্যাপারী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার আজিমনগর বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘারুয়া ইউনিয়নের মক্রমপট্টি এলাকার ফাঁকা জায়গা পৌঁছালে পেছন থেকে কয়েকজন লোক তার ওপর হামলা করে। তাকে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করে চার লাখ টাকা ছিনতাই করে তারা পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে রাতে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে বুধবার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কিবরিয়াকে।  

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান জলিল ব্যাপারী বলেন, আমি ঘটনাটি জানতে পেরেছি। আমার গ্রামে কিবরিয়া হাওলাদার নামে এক বিকাশের এজেন্টের চার লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি সুস্থ হলে থানায় অভিযোগ দায়ের করা হবে।  

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।