ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

সিলেট: সিলেটের কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালিক (৪৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সকালে উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের দর্জিমাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল মালিক তিনচটি দক্ষিণ গ্রামের মৃত আব্দুল লতিফের বড় ছেলে।

স্থানীয়রা জানান, সকালে দর্জিমাটি গ্রামের তার বোনের বাড়ি প্রবাসী ফয়েজ উদ্দিনের একটি টিনশেড ঘর নির্মাণের কাজ করছিলেন আব্দুল। এ সময় অসাবধানতাবশত ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বকর এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।