ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

৩৫ প্রত্যাশীদের অবস্থান, ৭ কলেজের বিক্ষোভ আজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
৩৫ প্রত্যাশীদের অবস্থান, ৭ কলেজের বিক্ষোভ আজ

ঢাকা: বিভিন্ন দাবিতে রাজধানীতে কয়েকটি সংগঠনের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে সোমবার (২১ অক্টোবর) যানজটের আশঙ্কা রয়েছে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রজ্ঞাপনের দাবিতে শাহবাগে ছাত্রসমা‌জের অবস্থান বেলা ১১টায়।

এ কর্মসূচিতে দল-মত-জাতি-বিদ্বেষ ভুলে সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে তারা।

একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ যুক্ত করে ‘কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে নামছেন একদল শিক্ষার্থী। সোমবার সকাল ১১টায় কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।  

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চাওয়ার কারণ হিসেবে শিক্ষার্থীরা সাত কলেজের বৈষম্য, সেশনজট, একাডেমিক ফলে দেরি, প্রশাসনিক কর্মকাণ্ডে হয়রানি, শিক্ষক, পরিবহন, আবাসন, ক্লাসরুম ও ল্যাবের সংকট নানা সমস্যাকে দায়ী করেন। তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও তাদের অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদের শুধু পরীক্ষা আর সনদ দিয়ে আসছে। সেজন্য শিক্ষার্থীরা সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছেন।

এছাড়াও পাঁচ দফা দাবি আদায়ে, ডেমরা স্টাফ কোয়ার্টার, চিটাগাং রোড, সাইনবোর্ড, মাতুয়াইল ও শনির আখড়া থেকে যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-জনতার মানববন্ধন কর্মসূচি সকাল ১১টায় পালিত হবে।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে রাজধানীতে অসহনীয় যানজট নিরসন, চাঁদাবাজি বন্ধ, বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জুলাই বিপ্লবে ছাত্র-জনতা হত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ।

মানববন্ধনে উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সমন্বয়ক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, লেখক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী ও স্বৈরাচার পতন আন্দোলনে ভূমিকা রাখা জনপ্রতিনিধিসহ নতুন বাংলাদেশ গড়ার বিপ্লবী যোদ্ধা তরুণরা।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।