ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে সবজি বাজারে সরবরাহ বাড়লেও স্বস্তি ফেরেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
ফেনীতে সবজি বাজারে সরবরাহ বাড়লেও স্বস্তি ফেরেনি

ফেনী: ফেনীতে সরবরাহ বেড়েছে সবজির। বাজারে আসতে শুরু করেছে শীতের সবজিও।

তবে দামে স্বস্তি ফেরেনি ভোক্তাদের মাঝে। খুচরো ও পাইকারি বাজারে দামের ফারাক কেজি প্রতি ২০ থেকে ৬০ টাকা। প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের দাবি সাধারণ ভোক্তাদের।

সকালে ফেনী শহরের দাউপুলের সবজির পাইকারি আড়ত ও রেলওয়ে খুচরো বাজারে দেখা যায় বেড়েছে সবজির সরবরাহ। বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি ফুলকপি, বাঁধা কপি, সিম, মুলাসহ অন্যান্য সবজি।

তবে দামে খুব একটা ফারাক নেই। পাইকারি বাজারে কাচা মরিচ বিক্রি হচ্ছে ২৫০ টাকা, খুচরো বাজারে বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। টমেটো পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকা। খুচরো বাজারে ২২০ থেকে ৪০ টাকা। এভাবে পাইকারি ও খুচরো বাজারে কেজি প্রতি দামের পার্থক্য ৪০ থেকে ৬০ টাকা।

বাজারে পেপের দাম কেজিতে ৩০ টাকা বিক্রি হলেও পটল বিক্রি হচ্ছে ১০০ টাকায়, কাকরোল ১২০ টাকায়, দেশি সিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, বরবটি বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

বিক্রেতারা বলছেন, বাজারে সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে, দামও কমতে থাকবে। অপরদিকে ক্রেতারা বলছেন অসহনীয় দামে অতিষ্ট তারা। বাজারে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন মনিটরিং।

ফেনী দাউদপুল এলাকার পাইকারি সবজির আড়তে গিয়ে দেখা যায় অন্যদিনের চাইতে আজকে সবজির সরবরাহ বেশি। বাজারে আসছে শীতের সবজি। জসিম উদ্দিন নামের এক বিক্রেতা বলেন, বাজারে সবজির সরবরাহ বাড়ছে, দামও কমছে কিন্তু খুচরা বাজারে এর প্রভাব খুব একটা পড়ছে না।  

অপরদিকে শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটে গিয়ে দেখা যায় সেখানেও বেড়েছে সবজির সরবরাহ। তবে খুচরো বিকিকিনির এই বাজারে দামের ফারাক খুব একটা নেই। আগের দামেই বিক্রি হচ্ছে সব। আমজাদ হোসেন নামের এক বিক্রেতা বলছেন। তারা বেশি দামে কিনে আনছেন। সে আলোকেই বিক্রি করছেন। তারা বলছেন দেশের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, শেরপুর, ময়মনসিংহ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় বন্যার কারণে সবজির উৎপাদনে ব্যাঘাত ঘটেছে। যার ফলে দামের এই অবস্থা।  

কবির আহম্মদ নামের এক ক্রেতা বলেন, সবজি যেন বিলাসি পণ্য হয়ে গেছে। কোন ভাবেই স্বস্তিদায়ক মূল্যে আসছে না। দাম কমার কোন লক্ষণই নেই।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।