ঢাকা: হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে আসামি করা নিয়ে দেশজুড়ে বইছে সমালোচনার ঝড়। এবার সেই মামলা থেকে তার নাম বাদ দিতে আবেদন করেছেন বাদী নিজেই।
সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে খিলগাঁও থানায় এসে বাদী মো. বাকের নিজেই আবেদনটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউস হোসেন।
তিনি বাংলানিউজকে বলেন, ১১টার দিকে বাদী নিজে থানায় এসে মামলা থেকে জেড আই খান পান্নার নাম বাদ দেওয়ার আবেদন করেন। আমরা এই আবেদনের বিষয়টি বিজ্ঞ আদালতকে অবগত করবো এবং মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় উনার নাম বাদ দেব।
জেড আই খান পান্নার বিরুদ্ধে গত ১৯ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন তার বাবা মো. বাকের। গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলাটি করা হয়৷ মামলায় জেড আই খান পান্নাকে ৯৪ নম্বর আসামি করা হয়। সেই মামলায় সোমবার হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন জেড আই খান পান্না।
জে আই খান পান্নার নাম বাদ দেওয়ার লিখিত আবেদন বাদী মো. বাকের বলেন, খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারের পশ্চিমে শুক্কুর আলী গার্মেন্টস মোড়ে আমার ছেলে মো. আহাদুল ইসলামকে বে-আইনি জনতাবদ্ধ দাঙ্গা সৃষ্টি করে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম করার ঘটনায় ১৮০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করলে মামলা রুজু হয়। উক্ত এজাহারের ৯৪ নম্বর ক্রমিকে বর্ণিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নাকে (৬৫) অজ্ঞতা ও ভুলবশত আসামি করা হয়। ৯৪ নম্বর ক্রমিকে বর্ণিত ব্যক্তিকে বাদ দিয়ে মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করিতে মর্জি হয়।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এসসি/এমজে