ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
ভোলায় ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি

ভোলা: পশ্চিম মধ্যসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভোলা জেলা প্রশাসন।  

দানা মোকাবিলার পূর্ব প্রস্তুতি হিসেবে জেলায় ৯৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

এছাড়াও খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রস্তুত রাখা হয়েছে সিপিপি ও রেড-ক্রিসেন্টসহ অন্তত ১৫ হাজার স্বেচ্ছাসেবী।

বুধবার (২৩ অক্টোবর) সকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য দেন জেলা প্রশাসক আজাদ জাহান।  

তিনি আরও জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় নগদ নয় লাখ টাকা, সাড়ে ৩০০ শুকনো খাবার, শিশুখাদ্য ও গবাদি পশুর খাদ্য এবং সাড়ে পাঁচ মেট্রিক টন চাল মজুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমাতে জেলার ৭৮৯টি আশ্রয়কেন্দ্র ও ১৭টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে সকাল সাড়ে ১০টা থেকে জেলাজুড়ে বৃষ্টিপাত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন উপকূলের বাসিন্দারা।

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ অক্টোবর সন্ধ্যা থেকে ২৫ অক্টোবর দুপুরের মধ্যে ভারতের উড়িষ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এটি বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এসএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।