ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল আইনশৃঙ্খলা বাহিনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল আইনশৃঙ্খলা বাহিনী ছবি: শাকিল আহমেদ

ঢাকা: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বাতিল ও পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শতাধিক শিক্ষার্থীকে ছত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এর আগে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সরে যেতে অনুরোধ করেন। কিন্তু কথা না শুনে বিশৃঙ্খলা শুরু করলে তাদের ধাওয়া দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

সরেজমিনে দেখা যায়, বিকেল ৩টার দিকে সচিবালয়ে ঢুকে পড়ে ওই শিক্ষার্থীরা। পরে তারা সচিবালয়ের ছয় নম্বর ভবনের সামনে বিক্ষোভ শুরু করে। ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’; ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘মুগ্ধের বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে ছাত্র-ছাত্র’; ‘আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম’ শীর্ষক স্লোগান দিতে থাকে তারা।

এমন পরিস্থিতিতে সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে স্লোগান বন্ধ ও শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান। কিন্তু শিক্ষার্থীরা কথা না শোনায় শেষ পর্যন্ত তাদের ধাওয়া দেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তারা বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে কম৷ অথচ আমরা ভালো লিখেছি৷ আমরা চাই দ্রুত সময়ে এ ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় সচিবালয়ে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।