ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহরাস্তিতে পানিতে ডুবে প্রধান শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
শাহরাস্তিতে পানিতে ডুবে প্রধান শিক্ষকের মৃত্যু শামসুল হুদা

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে পানিতে ডুবে শামছুল হুদা মজুমদার (৯০) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃত শামছুল হুদা মজুমদার পেশায় শিক্ষক ছিলেন।

সর্বশেষ তিনি উপজেলার রাগৈ শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন।  

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের করের বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন উদ্ধার করেন।

নিহতের চাচাতো ভাই রেদওয়ান হোসেন সেন্টু জানান, শামছুল হুদা মজুমদার পেশায় শিক্ষক ছিলেন। সর্বশেষ তিনি উপজেলার রাগৈ শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন। তার স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন। তিনি একাই গ্রামের বাড়িতে থাকতেন। পাশেই তার শ্বশুরবাড়ি। ওই বাড়িতে এবং নিজ বাড়ির স্বজনদের ঘরে খাওয়া-দাওয়া করতেন।

তিনি জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) দিনগত রাতে সম্ভবত তিনি নামাজের অজু করতে বাড়ির পুকুরে যান। সে সময় তিনি পানিতে পড়ে যায়। আজ সকাল ১০টার বাড়ির লোকজন তার মরদেহ পুকুরে ভেসে থাকতে দেখেন। এশার নামাজের পর মরহুম নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

স্থানীয় শোরসাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ মজুমদার বলেন, তিনি মঙ্গলবার দিনের বেলায় আমাদের বিদ্যালয়ের সামনে দিয়ে হেঁটে যেতে দেখেছি। তিনি প্রধান শিক্ষক হিসেবে চাকরি থেকে অবসর নেন।

স্থানীয়রা জানান, শামসুল হুদা মজুমদারেরা ৭ ভাই ৩ বোন। তাদের এক ভাই অস্ট্রিয়ার ভিয়েনায় বসবাসকারী আলোচিত সেফায়েত উল্যাহ ওরফে সেফুদা। তার বড় ভাই শামছুল হুদা মজুমদার নিজেকে সেফুদার ভাই সামুদা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের জনক।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।