ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে ইলিশ ধরার দায়ে ১৪ জেলের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
বেলকুচিতে ইলিশ ধরার দায়ে ১৪ জেলের কারাদণ্ড 

সিরাজগঞ্জ: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার দায়ে সিরাজগঞ্জের বেলকুচিতে ১৪ জন জেলেকে ১৪ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া এ দণ্ড দেন।

 

এর আগে দিনভর বেলকুচি উপজেলাধীন যমুনা নদীর বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি মা ইলিশ ও ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।  

ইউএনও আফিয়া সুলতানা কেয়া জানান, বুধবার যমুনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইলিশ ধরা অবস্থায় ১৪ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৩০ কেজি মা ইলিশ ও ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে ১৪ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয় এবং জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।