ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার

ঢাকা: ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

দুই অতিরিক্ত সচিবকে বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে বুধবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে ঢাকা বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

আর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলামকে রংপুরের বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

গত ১১ সেপ্টেম্বর ঢাকার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. সাবিরুল ইসলাম ও রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. জাকির হোসেনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এরপর থেকে এই দুই বিভাগীয় কমিশনারের পদ শূন্য ছিল।

দেশের আট বিভাগে অতিরিক্ত সচিব পদমর্যাদার আটজন বিভাগীয় কমিশনার রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।