ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লোহাগড়ায় শিক্ষককে হত্যার প্রতিবাদে মিছিল-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
লোহাগড়ায় শিক্ষককে হত্যার প্রতিবাদে মিছিল-সমাবেশ

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় সবিতা রানী বালা নামে এক শিক্ষককে হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে মিছিল-সমাবেশ হয়েছে।  
বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়।

চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মিছিল নিয়ে বের হন। মিছিলটি চরদৌলতপুর বাজারে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য দেন চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফকির, স্থানীয় ইউনিয়নে পরিষদের সদস্য তাসলিমা বেগম, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল ফরিদ মোল্লা, স্থানীয় বাসিন্দা মো. শাকিল ফকির প্রমুখ।  

মিছিল ও সমাবেশ থেকে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।  

এই শিক্ষককে হত্যার ঘটনায় গতকাল (২২ অক্টোবর) রাতে সবিতা রানী বালার স্বামী পরিতোষ কুমার মণ্ডল বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন্ত কুমার সাহা জানান, ঘটনাটি সর্বাধিক গুরুত্ব দিয়ে পুলিশের সব বিভাগ মাঠে নেমেছে। আশা করা হচ্ছে দ্রুতই দুর্বৃত্তদের ধরা সম্ভব হবে।

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামে বসতঘরে গত রোববার গভীর রাতে সবিতা রানী বালা (৫৭) খুন হন। তিনি চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালংকার ও ল্যাপটপ নিয়ে যায় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।