ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

 রাজধানীর মুগদায় মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
 রাজধানীর মুগদায় মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ 

ঢাকা: রাজধানীর দক্ষিণ মুগদা এলাকার একটি বাসা থেকে ফারজানা আক্তার আশা (২২) এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার দাবি প্রেমের সম্পর্কের অবনতির কারণে সে এই আত্মহত্যা করেছে।

বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর দক্ষিণ মুগদা রাজাগলি নামক এলাকার একটি ভবনের নিচ তলায় পরিবারের সঙ্গে থাকতো আশা। তার বাবার নাম আমির হোসেন কাঞ্চন।  

তার দুলাভাই ফয়সাল অনিক জানান, একটি ছেলের সঙ্গে তার শ্যালিকার প্রেমের সম্পর্ক ছিল। এই প্রেমের সম্পর্ক করে সেই ছেলেটি তার শ্যালিকার কাছ থেকে অনেক টাকা-পয়সা ও জিনিসপত্র নিয়েছে। এমন দাবির পাশাপাশি তিনি আরও বলেন, টাকা পয়সা ও জিনিসপত্র নেওয়ার পরে আস্তে আস্তে তার শ্যালিকার সঙ্গে সেই ছেলে কথাবার্তা বন্ধ করে দেয়।

এইসব কারণে আজ সন্ধ্যার আগে মুগদার ওই বাসায় দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে আশা গলায় ফাঁস দেয়।

পরে সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। আশার পরিবার আরো জানায়, ওই ছেলের বিরুদ্ধে আমাদের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করার চিন্তাভাবনা করা হচ্ছে।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দা আফসানা আফরোজা জানান, তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তরুণীর মৃত্যুর কারণ পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।