ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ নির্ধারণ সুন্দর ও যৌক্তিক: সারজিস

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ নির্ধারণ সুন্দর ও যৌক্তিক: সারজিস

ঢাকা: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সারজিস আলম।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি।

এটিই সবচেয়ে সুন্দর ও যৌক্তিক সিদ্ধান্ত।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘ ১২ বছর থেকে একদল শিক্ষার্থী আন্দোলন করছেন। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।