ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে আগুনে পুড়ল বসতঘর, মা-ছেলে দগ্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
আদিতমারীতে আগুনে পুড়ল বসতঘর, মা-ছেলে দগ্ধ 

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে একটি বাড়িতে আগুন লেগে পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন মা-ছেলে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া বাগডোরা গ্রামে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- বাগডোরা গ্রামের বাসিন্দা গোলাম রব্বানীর স্ত্রী মমিনা বেগম (৪০) ও ছেলে মাহাম্মাদ আলী (১৮)।  

স্থানীয়রা জানান, রাতের খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। এরপর হঠাৎ বাড়িতে আগুন লেগে যায়। তাদের এক প্রতিবেশী আগুন দেখে চিৎকার দিলে সবাই ঘর থেকে বেড়িয়ে পড়লেও আটকা পড়েন গোলাম রব্বানীর স্ত্রী মমিনা বেগম ও তার ছেলে মাহাম্মদ আলী। পরে স্থানীয়রা ছুটে এসে আটকা পড়াদের উদ্ধার করে। এতে শরীরের কিছু অংশ পুড়ে গিয়ে তারা আহত হন।  

খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন এবং আহতদের প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ অগ্নিকাণ্ডে ওই বাড়ির ধান চাল হাস মুরগি ও নগদ টাকাসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।  

আদিতমারী ফায়ার সার্ভিসের ইনচার্জ নাজমুল সরকার বলেন, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।