ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় এক পরিবারের সর্বস্ব আগুনে পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
গাইবান্ধায় এক পরিবারের সর্বস্ব আগুনে পুড়ে ছাই

গাইবান্ধা: গাইবান্ধার সদর উপজেলায় একটি বসতবাড়িতে আগুনের ঘটনায় চারটি টিনের ঘরসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গরদিঘি (মালতলা) গ্রামের মজিবর রহমানের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

মজিবর রহমান ওই গ্রামের লাল্টু মিয়ার ছেলে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ভুক্তভোগীর।  

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে হঠাৎ করে ওই বাড়ির একটি ঘরে আগুন লাগে। পরে এই আগুন বাড়ির বৈদ্যুতিক তার বেয়ে বাড়ির চারটি ঘরেই ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই চারটি ঘর পুড়ে ভস্মীভূত হয়। এলাকাবাসীর আপ্রাণ চেষ্টাতেও তাৎক্ষণিক আগুন নেভানো সম্ভব হয়নি। এতে নগদ টাকা এবং টিভি, খাট-তোষকসহ চারটি ঘরের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মজিবর রহমান বলেন, বাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বাড়ির চারটি টিনের ঘর ও যাবতীয় আসবাবপত্র পুড়ে  গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (এসও) নাসিম রেজা নিলু বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ