ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

নওগাঁয় আত্রাই নদীতে মিলল শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, অক্টোবর ২৫, ২০২৪
নওগাঁয় আত্রাই নদীতে মিলল শিশুর মরদেহ ছবি: প্রতীকী

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদী থেকে রফিক (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মান্দা ফায়ার সার্ভিসের ডুবুরিদল মরদেহটি উদ্ধার করে।

রফিক মহাদেবপুর উপজেলার চকরাজা সরস্বতীপুর গ্রামের আবু বক্করের ছেলে।  

মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, দুপুরে আত্রাই নদীর মহাদেবপুর উপজেলার লক্ষ্মীরামপুর এলাকায় বন্ধুর সঙ্গে গোসল করতে নদীতে নামে রফিক। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মান্দা থানা ফায়ার সার্ভিসের ডুবুরিদল কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। রফিক লক্ষ্মীরামপুর এলাকার একটি মাদরাসায় পড়াশোনা করতো।

তিন আরও জানান, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।