ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৭৩ দিন পর দুই বাংলাদেশি কিশোরকে ফেরত দিল আরাকান আর্মি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
৭৩ দিন পর দুই বাংলাদেশি কিশোরকে ফেরত দিল আরাকান আর্মি

কক্সবাজার: মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি হেফাজতে থাকা দুই বাংলাদেশি কিশোরকে দুই মাস ১৩ দিন (৭৩ দিন) পর ফেরত আনল বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।  

শুক্রবার (২৬ অক্টোবর) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম সীমান্তের মিয়ানমার-বাংলাদেশ মৈত্রী সেতু দিয়ে বিজিবির কাছে দুইজনকে হস্তান্তর করা হয়।

 

ফেরত আনা কিশোররা হলো - কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম ফুলের ডেইল এলাকার জাফর আলমের ছেলে মো. ছাবের (১৪) ও মো. মনজুরের ছেলে মো. আব্দুর রহমান (১২)।  

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বিষয়টি  নিশ্চিত করেন।  

তিনি জানান, গত ১৩ আগস্ট নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের ডুবাচর দ্বীপের দিকে চলে গেলে আরাকান আর্মি তাদের আটক করে। পরিবারের কাছ থেকে তথ্য পেয়ে বিজিবির পক্ষে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তাদের বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়।

ফেরত আনা কিশোরদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।