ঢাকা: ফুটপাত দখলের পর সড়ক গিলতে শুরু করেছে বিভিন্ন অবৈধ দোকান। যান চলাচলের রাস্তার অর্ধেক জুড়ে চেয়ার-টেবিল পেতে চলছে চা, বিস্কুট, বার্গারসহ নানা খাবার বিক্রি।
এমন পরিস্থিতিতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসন এবং পথচারীদের স্বচ্ছন্দে চলাচল নিশ্চিতে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগ।
শনিবার (২৬ অক্টোবর) মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে পিসি কালচার হাউজিং; সূচনা কমিউনিটি সেন্টার থেকে শিয়া মসজিদ পর্যন্ত ফুটপাত ও সড়কে স্থাপিত স্থায়ী-ভাসমান অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়। ট্রাফিক পক্ষ-২০২৪ উপলক্ষে মোহাম্মদপুর ট্রাফিক জোন এ কার্যক্রম চালায়।
বিষয়টি রাতে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, রাস্তা দুটিতে বিভিন্ন স্থায়ী ও ভাসমান হকার; অবৈধ পার্কিংয়ের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছিল ও যানজট সৃষ্টি হচ্ছিল। তাই এই রাস্তা দুটিতে বিশেষ অভিযান পরিচালনা করে স্থায়ী-ভাসমান অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়। অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষ অভিযান পরিচালনার কারণে এই এলাকায় সৃষ্ট যানজট অনেকাংশে লাঘব করা সম্ভব হবে ও পথচারীরা স্বচ্ছন্দে চলাচল করতে পারবে।
মোহাম্মদপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে অভিযানে এ জোনের সব স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সিভিল ট্রাফিক নেটওয়ার্কের সদস্যরা ও অন্যান্য শিক্ষার্থীরা অভিযানে সহযোগিতা করে।
বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসসি/এমজে