ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
তাড়াশে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের কাছ থেকে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দয়ের করা হয়েছে। মামলায় পলাতক আসামি ফিরোজ হোসেন প্রামাণিকসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।

 

রোববার (২৭ অক্টোবর) সকালে তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মন্টু মিয়া বাদী হয়ে মামলাটি এ মামলা দায়ের করেন। আসামি ফিরোজ উপজেলার সোলাপাড়া গ্রামের মৃত আব্দুল গণি প্রমাণিকের ছেলে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, একটি চেক ডিজঅনার মামলায় আসামি ফিরোজকে এক বছরের কারাদণ্ড ও আট লাখ ৯৩ হাজার ৮৭০ টাকা অর্থদণ্ড দেয় আদালত। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। শনিবার (২৬ অক্টোবর) তাড়াশ থানার উপ-পরিদর্শক মো. মন্টু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম রঘুনীলি-মঙ্গলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় চা স্টলে বসে থাকা পৌর বিএনপির সমর্থক ওমর আলী ও রঘুনীলী মঙ্গলবাড়িয়া বিজ্ঞান কৃষি ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের ল্যাব সহকারী জিল্লুর রহমানের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল মানবঢাল তৈরি করে ফিরোজকে পালিয়ে যেতে সহায়তা করেন।  

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, সাজাপ্রাপ্ত আসামি ফিরোজের স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।