ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইলিশ শিকারের সময় আটক ৩০ জেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
ইলিশ শিকারের সময় আটক ৩০ জেলের কারাদণ্ড

বরিশাল: বরিশালের বিভিন্ন নদীতে মাছ শিকারের সময় আটক ৩০ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকাল থেকে মৎস্য বিভাগ, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারদের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিসেবে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. লুৎফর রহমান, ফাহিজা বীসরাত ও মো. শহিদ উল্লাহ কারাদণ্ড দেন।

দণ্ডিতরা হলেন-কবির (৫০), আবু সাইদ (৩০), খোকন (৩০), শাহজাহান (৬৮), মিলন (৩৪), শাহজাহান সিকদার (৪৫), মামুন (৪৫), হিরণ (১৮), ইব্রাহিম (৩২), রাজিব হোসেন (৩০), আবুল কাসেম (৩০), মিরাজ (৩২), কবির (৪৫), কবির হোসেন (৫০), সজীব (২২), শাহিন (৩৫), সাবু হাওলাদার (৩০), সুমন গাজি (৩২), জাকির (১৮), ফেরদৌস হোসেন (৩০), নাসির হাওলাদার (৩৫), রাকিব ডাকুয়া (৩০), নাজমুল (১৮), আরিফ (১৮), বেল্লাল (৩০), আকাশ শেখ (২২), মতলেব (৫৪), খোকন ঢালি (৪০), আবুল কাসেম (২০) ও  মেরাজ ভূইয়া (৩২)।

বরিশাল জেলার মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানিয়েছেন, মৎস্য বিভাগের নেতৃত্বে পুলিশ ও ব্যটালিয়ন আনসার সদস্যদের নিয়ে কালাবদর নদীতে অভিযান করা হয়। এ সময় হাতেনাতে ৩০ জেলে, ৫ হাজার মিটার জাল ও ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।

পরে তাদের বরিশাল নগরের ডিসি ঘাট এলাকায় নিয়ে আসা হয়। সেখানে পৃথক তিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে কারাদণ্ড দিয়ে সকলকে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার করা মাছ বৃদ্ধাশ্রম, এতিমখানা ও দুস্থদের দেয়া হবে। তাছাড়া আটক করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এমএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।