ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ইলিশে নিষেধাজ্ঞার ১৫ দিনে বরিশালে ৪১৬ জেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৩:৪৩ পিএম, অক্টোবর ২৮, ২০২৪
ইলিশে নিষেধাজ্ঞার ১৫ দিনে বরিশালে ৪১৬ জেলের কারাদণ্ড

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গেল ১৫ দিনে ৪১৬ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২০ লাখ ৩১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ২ হাজার ২৫টি অভিযান চালানো হয়েছে এবং ৫৭৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পাশাপাশি ৬৮৪টি মামলা করা হয়েছে।

সে সময় বরিশাল বিভাগে ৩৮৮ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ২ হাজার ৮২৪ বার বিভিন্ন মাছঘাট, ৫ হাজার ২৫৭ বার বিভিন্ন আড়ত ও ৩ হাজার ১৪০ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গেল ১৫ দিনের অভিযানে ১৪ হাজার ৬৪ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

পাশাপাশি ১৫ কোটি ২৫ লাখ ৩০ হাজার ১০০ টাকা মূল্যের ৮১ লাখ ৭৮ হাজার ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ২ লাখ ৮৯ হাজার টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের ৭ হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।

উল্লেখ্য, বরিশাল বিভাগের ৬ জেলার ৩ লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য ৭৯৯৯৫.৭৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এমএস/আরবি

বাংলাদেশ সময়: ৩:৪৩ পিএম, অক্টোবর ২৮, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।