ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে প্রতীকী কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
রাঙামাটিতে সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে প্রতীকী কর্মবিরতি

রাঙামাটি: খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে প্রতীকী কর্মবিরতি পালন করেছেন রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা।  

সোমবার (২৮ অক্টোবর) সকালে জেলা শহরের বনরূপা এলাকায় প্রতীকী কর্মবিরতিতে নামেন সাংবাদিকরা।

এসময় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক প্রদীপ চৌধুরী রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এইভাবে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিক গ্রেপ্তার করে তাদের কণ্ঠরোধ করা যাবে না। অবিলম্বে গ্রেপ্তার হওয়া সাংবাদিক প্রদীপ চৌধুরীসহ দেশের অন্যান্য এলাকায় গ্রেপ্তার সব সাংবাদিকদের মুক্তি দিতে জোর দাবি জানাই।

এরপর সাংবাদিক নেতারা প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। পরে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন এবং কোনো হয়রানিমূলক মামলায় সাংবাদিকদের গ্রেপ্তার না করতে পুলিশ সুপারকে অনুরোধ জানান তারা।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, প্রবীণ সাংবাদিক একে এম মকসুদ আহম্মেদ, সুনীল কান্তি দেসহ গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।