ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য আটক

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে গভীর রাত তিনটা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—মো. তামিম, মো. নাঈম, মো. হাসান, মো. রাকিব, মো. লিটন, মো. রাসেল, মো. লিমন ও মো. জুবায়। এ সময় তাদের কাছ থেকে সামুরাই, চাকু, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালানো হয়। অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতি ও ছিনতাইকালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।