ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আবার উন্মুক্ত হচ্ছে পাহাড়ে ভ্রমণের দুয়ার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
আবার উন্মুক্ত হচ্ছে পাহাড়ে ভ্রমণের দুয়ার 

রাঙামাটি: নিরাপত্তা পরিস্থিতির কারণে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় পর্যটকদের ভ্রমণে ‘নিরুৎসাহিত’ করার যে অবস্থানে প্রশাসন ছিল, তা থেকে সরে আসছে। ফলে পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে পাহাড়ি এ দুই জেলায় ভ্রমণের দুয়ার।

মঙ্গলবার (২৯ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

উপদেষ্টা জানান, পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ নভেম্বর থেকে রাঙামাটি এবং ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে ভ্রমণের ওপর আরোপ করা সিদ্ধান্ত তুলে নেওয়া হবে। ওই দিন থেকেই এই দুটি জেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

বান্দরবানও খুব সহসাই পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে কবে এটি খোলা হবে সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

গত ১৮ আগস্ট খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি, দীঘিনালা এবং রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই জেলায় চারজন নিহত এবং অনেকেই আহত হন। এছাড়া সংঘর্ষের ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানেও হামলা করা হয়েছিল।  

এসব ঘটনায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছিল স্থানীয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।