ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইলিশ ধরায় সদরপুরে ৯ জেলেকে সাতদিনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
ইলিশ ধরায় সদরপুরে ৯ জেলেকে সাতদিনের কারাদণ্ড

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নয় জেলেকে আটক করেছে। এ সময় অসাধু জেলেদের কাছ থেকে প্রায় ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে 

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে নদীতে ইলিশ ধরার অপরাধে নয় জেলেকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-মামুন।

 কারাদণ্ড শেষে আসামিদের ফরিদপুর কারাগারে পাঠানো হয়েছে।  

অভিযানকালে সহযোগিতায় করে সদরপুর থানা পুলিশের একটি দল।

আটক জেলেরা হলেন- আশিরুল ইসলাম (৩০), আল-আমিন শরীফ (২৫), মো. সাদ্দাম হোসেন (৩২), খোকন খাঁ (৩০), শেখ হাসান (২৯), শুকুর মাদবর (৫৭), মনোয়ার বেপারী (৪৫), আলী আকবর (৩৮), আফজাল মোল্লা (৪৮)।  

এরা চরনাসিরপুর, ঢেউখালী, নারিকেল বাড়িয়া ও শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।  

অভিযান প্রসঙ্গে ইউএনও ও নির্বাহী হাকিম আল-মামুন জানান, আর মাত্র কয়েকদিন বাকি আছে। আগামী ০৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার নয়জন জেলেকে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে ও তাদের কাছ থেকে জব্দ ৪০ কেজি মাছ স্থানীয় কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।