ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসচাপায় ৩ জন নিহত হওয়ার ঘটনায় চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
বাসচাপায় ৩ জন নিহত হওয়ার ঘটনায় চালক আটক

লক্ষ্মীপুর: নোয়াখালীর বেগমগঞ্জে বাসচাপায় মা-ছেলেসহ তিনজনকে হত্যার ঘটনায় চালক আনোয়ার হোসেনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিসমিল্লাহ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আনোয়ার সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের মৃত বসির উল্যার ছেলে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।  

র‌্যাব জানায়, গত ৩ আগস্ট সকালে বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর এলাকায় স্টার লাইনের একটি বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হন।  

নিহতরা হলেন অটোরিকশাচালক জসিম উদ্দিন (৫৫), তার মা তাহেরা বেগম (৭৫) ও চাচাত ভাই সলিমুল্লাহর স্ত্রী কোহিনুর বেগম (৪৫)। তারা বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির বাসিন্দা।  

ঘাতক বাসটি ফেনী থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থল পৌঁছালে রাস্তা সরু হওয়ায় বাসটি উল্টো পথে নিয়ে যান চালক। এতে বাসচাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই ঘাতক বাসের চালক পালিয়ে যান।  

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ বলেন, ছায়াতদন্তের মাধ্যমে আনোয়ারকে শনাক্ত করা হয়। তাকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বেগমগঞ্জে বাসচাপায় তিনজনকে হত্যার ঘটনায় অভিযুক্তকে র‌্যাব আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে নোয়াখালী আদালতে তোলা হবে।  

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।