যশোর: যশোরে ঝরে পড়া শিশুদের শিখন কেন্দ্রে যথাযথ পাঠদান কার্যক্রম নিশ্চিতের নিদের্শ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) আজাহারুল ইসলাম।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের অবহিতকরণ সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, মূলধারা থেকে পিছিয়ে পড়া শিশুদের জন্য সরকার এ প্রকল্প গ্রহণ করেছে। এনজিওদের এই শিশুদের শিক্ষা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। শিশুদের বই-খাতা, শিক্ষা উপকরণ, উপবৃত্তি, স্কুলড্রেস সবই সরকার বহন করছে। ফলে এখানে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না।
মঙ্গলবার (২৯ অক্টোবর) যশোর কালেক্টরেট ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে এ অবহিতকরণ সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় দিশা সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে অবহিতকরণ এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা এম এ হান্নান, দিশা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রাহিমা সুলতানা, পরিচালক স্থপতি আরাফাত হাসান, প্রোগ্রাম হেড আবু সাঈদ মোহাম্মদ রফিউদ্দীন ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার যুবায়ের হাসান।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আরিফুল ইসলাম আরমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মনিটরিং অফিসার আমিনুর রহমান।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
ইউজি/আরআইএস