ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোল বন্দরে ‘মিথ্যা ঘোষণা’য় শুঁটকি মাছের চালান জব্দ 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
বেনাপোল বন্দরে ‘মিথ্যা ঘোষণা’য় শুঁটকি মাছের চালান জব্দ 

বেনাপোল, (যশোর): বেনাপোল বন্দরে ‘মিথ্যা ঘোষণা’য় আমদানি করা বিপুল পরিমাণের শুঁটকি মাছের চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বন্দরের ৩১ নাম্বার শেড ইয়ার্ড থেকে এ পণ্যের চালান জব্দ করা হয়।

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) পেট্রাপোল বন্দর থেকে তিনটি ভারতীয় ট্রাকে ফিস মিল নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। এর আমদানিকারক যশোরের শামিম এন্টারপ্রাইজ এবং রপ্তানিকারক ভারতের আর এসটি ইনোভেটিভ সলুশন এল এল পি ইন্ডিয়া। বন্দর থেকে এ চালানটি শুল্ক ফাঁকি দিয়ে খালাসে চেষ্টা করছিল প্যারেন্টস ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহিদুর রহমান জানান, তাদের কাছে খবর আসে ভারতীয় তিনটি ট্রাকে ‘মিথ্যা ঘোষণা’ দিয়ে ফিস মিলের আড়ালে বিপুল পরিমাণ শুঁটকি মাছ আমদানি করেছে। এমন সংবাদের ভিত্তিতে ভারতীয় তিনটি ট্রাক শনাক্ত করে অভিযান চালিয়ে ফিস মিলের আড়ালে ছয় হাজার ৮৬৫ কেজি শুঁটকি মাছ পাওয়া যায়। এ পণ্য চালানটি জব্দ করা হয়।  

এছাড়া ‘মিথ্যা ঘোষণা’য় পণ্য আমদানি করা ও বন্দর থেকে শুল্ক ফাঁকিতে জড়িত থাকায় আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।