ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
ভৈরবে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কাইয়ূম মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত কাইয়ূম মিয়া (৪৫) ওই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। তিনি সরকার বাড়ির বংশের লোক বলে জানা গেছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের সরকার বাড়ি ও কর্তা বাড়ির লোকজনের মধ্যে নানা বিষয় নিয়ে দীর্ঘ ৫২ বছর ধরে বিরোধ চলছে।  

এরই ধারাবাহিকতায় উভয়পক্ষের আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রায় এক ডজন খুনের ঘটনা ঘটেছে। এছাড়া বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। এসব ঘটনায় উভয়পক্ষে মামলা-মোকাদ্দমা লেগেই আছে। পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সরকার বাড়ি ও কর্তা বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে। প্রতিপক্ষের বল্লমের আঘাতে সরকার বাড়ির বংশের কাইয়ূম মিয়া (৪৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকি আহতদের ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।  

এ ব্যাপারে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।