ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অস্ট্রেলিয়ার অনুরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অস্ট্রেলিয়ার অনুরোধ

ঢাকা: ভিসা ছাড়া অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক। অন্যদিকে অস্ট্রেলিয়াকে কিছু রোহিঙ্গা শরণার্থীকে নিতে অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক ও তার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, নতুন সরকার আসার পর এই প্রথম অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফরে এসেছেন। এর আগে অস্ট্রেলিয়ান কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন কি না, আমি জানি না। তাদের সঙ্গে আমাদের রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি কথা হয়েছে। আমরা তাদের অনুরোধ করেছি, কিছু রোহিঙ্গা নিয়ে যেতে। তারা ইতোমধ্যে বেশকিছু রোহিঙ্গা নিয়েছে। তাদের আমরা আবারও অনুরোধ করেছি যেন তারা আরও কিছু নিয়ে যায়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আরেকটা বিষয় ছিল, সেটি হচ্ছে ৯৭ জন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় ঢোকার চেষ্টা করেছেন, যাদের ভিসা ছিল না। তারা অস্ট্রেলিয়ার পাশে দ্বীপের মতো একটা রয়েছে। তাদের খাবার দাবারের কোনো অসুবিধা নেই। তারা (অস্ট্রেলিয়া) এ জনগণকে বাংলাদেশে আসতে অনুরোধ করেছে। আমরাও বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদের দেশে নিয়ে আসব।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের কোস্ট গার্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ছিল। দুই দেশের মধ্যে যাতে আরও সহযোগিতাপূর্ণ সম্পর্ক হয়, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত সাগরের নিরাপত্তা ইস্যুতে এই চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।