ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পিএসসির আরও ৫ সদস্য নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
পিএসসির আরও ৫ সদস্য নিয়োগ

ঢাকা: সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও পাঁচজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তারা হলেন—ব্রিগেডিয়ার জেনালেল (অব.) ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, এএসএম গোলাম হাফিজ, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, ড. চৌধুরী সায়মা ফেরদৌস, ড. এম সোহেল রহমান।

সংবিধানের ১৩৮(১) প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রতি তাদের নিয়োগ দেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের বয়স ৬৫ বছর হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই পর্যন্ত তারা সদস্য পদে বহাল থাকবেন।

এর আগে গত ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। ওই দিন আরও চার সদস্য নিয়োগ পান।

সরকারের পট পরিবর্তনের পর গত ৮ অক্টোবর পিএসসি’র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এবং ১২ জন সদস্য পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।