ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রবীণ সাংবাদিক আবুল আসাদের স্ত্রীর জানাজা সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
প্রবীণ সাংবাদিক আবুল আসাদের স্ত্রীর জানাজা সম্পন্ন

ঢাকা: প্রবীণ সাংবাদিক, দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদের স্ত্রী জেবুন্নেসা হকের নামাজের জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে মিরপুর কালসী সাংবাদিক কলোনিতে এ জানাজা সম্পন্ন হয়।

জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, দি নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বাংলাদেশ পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. নুরুল আমিন, সংগ্রামের ভারপ্রাপ্ত সম্পাদক কবি সাজ্জাদ হোসেন খান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে প্রবীণ সাংবাদিক আবুল আসাদের স্ত্রী জেবুন্নেসা বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।