ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তামাবিল সীমান্তে ইউপি চেয়ারম্যান আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
তামাবিল সীমান্তে ইউপি চেয়ারম্যান আটক

সিলেট: তামাবিল সীমান্ত দিয়ে দেশ ছাড়ার সময় আটক হয়েছেন চেয়ারম্যান মো. নোমান হোসেন (৩৮)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩ নং এনায়েতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

   

শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের জওয়ানরা ও ইমিগ্রেশন পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

নোমান হোসেন এনায়েতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, ভারতে যাওয়ার সময় বিজিবি ৪৮ ব্যাটালিয়ন আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা তাকে সন্দেহজনকভাবে আটক করেন। পুলিশের তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, তিনি বিদেশে যেতে পারবেন না মর্মে জামিন দেওয়া হয়। তাকে বেলা পৌনে ২টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালন প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ বহির্গমন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
এনইউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।