ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খড়ের গাদায় পুঁতে রাখা বৈদ্যুতিক তারে প্রাণ গেল প্রতিবেশীর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
খড়ের গাদায় পুঁতে রাখা বৈদ্যুতিক তারে প্রাণ গেল প্রতিবেশীর

কক্সবাজার: কক্সবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় খড়ের গাদায় পুঁতে রাখা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার ( ২ নভেমম্বর) সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।

মারা যাওয়া আব্দুল গফুর (৫৫) একই এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে।

ওসি ইমন চৌধুরী বলেন, ওই এলাকায় গৃহপালিত পশুর জন্য রাখা খড় চুরির হিড়িক পড়েছে। চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে খড়ের গাদার অনেক মালিক বৈদ্যুতিক তার পুঁতে রেখেছেন। শুক্রবার গভীর রাতের যে কোন সময়  তুলাতলী এলাকার বাসিন্দা আব্দুল গফুর প্রতিবেশী মোহাম্মদ হামিদের গাদা থেকে খড় সংগ্রহ করতে যান। এতে খড়ের গাদাটির চারপাশে পুঁতে রাখা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন।  

ওসি বলেন, শনিবার সকালে প্রতিবেশী হামিদের খড়ের গাদার পাশে আব্দুল গফুরকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে তারা খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে ডান হাতের তালুতে সামান্য পোড়া দাগের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খড়ের গাদার চারপাশে পুঁতে রাখা বৈদ্যুতিক হাতে দিয়ে সরাতে গিয়ে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

তারপরও এটি নিছক দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ তা জানতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান ইমন কান্তি চৌধুরী।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।