ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

ইউজিসির অবসরপ্রাপ্তদের উন্নয়নমূলক কাজে মতামত নেওয়ার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
ইউজিসির অবসরপ্রাপ্তদের উন্নয়নমূলক কাজে মতামত নেওয়ার দাবি

ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমিশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির প্রতিনিধি দল।

রোববার (৩ নভেম্বর) ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকালে ইউজিসি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি এবং কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সাবেক পরিচালক মোহাম্মদ মোফাক্কেরের নেতৃত্বে সমিতির নয়জন সদস্য অংশ নেন।

এ সময় কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে কমিশনের নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানান কল্যাণ সমিতির সদস্যরা। ইউজিসিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং দেশের উচ্চশিক্ষার একমাত্র তদারকি প্রতিষ্ঠান হিসেবে কমিশনের সুনাম বৃদ্ধি পায় এমন কার্যক্রম গ্রহণ করার পরামর্শ দেন। তারা ইউজিসি’র যেকোনো ভালো উদ্যোগে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তারা সমিতির সদস্যদের কমিশনের জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ, প্রকাশনা বিতরণ, উন্নয়নমূলক কার্যক্রমে তাঁদের মতামত গ্রহণ এবং ইউজিসিতে একটি অফিস কক্ষ বরাদ্দের দাবি জানান।

ইউজিসি চেয়ারম্যান কল্যাণ সমিতির সদস্যদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন।

এ সময় ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সাবেক পরিচালক শামসুল কবীর খান, অর্থ ও হিসাব বিভাগের সাবেক পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহ আলম, আইএমসিটি বিভাগের সাবেক পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল ওহাব, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী সচিব জীবন কৃষ্ণ চক্রবর্তী, সাবেক সহকারী সচিব আব্দুল ওয়ারেছ, সাবেক সহকারী পরিচালক সফিকুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক মো. এনামুল হক ও সাবেক সহকারী পরিচালক মো. জাকির হোসেন পাটোয়ারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
এমআইএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।