ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাবা-মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী লালচাঁন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
বাবা-মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী লালচাঁন হেলিকপ্টারে চড়ে প্রবাসীর বিয়ে

মাদারীপুর: বাবা-মায়ের ইচ্ছা হেলিকপ্টারে করে ছেলের বউ আনবেন! বাবা-মায়ের সেই ইচ্ছা পূরণ করলেন ইতালি প্রবাসী ছেলে লালচাঁন। বিয়ে করে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরেন তিনি।

 

এই বিয়ের যাত্রা দেখতে ভিড় জমান পাড়া প্রতিবেশীসহ আশপাশের লোকজন।  

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের ইউনুস শেখের শেখে লালচাঁন শেখের বিয়ের অনুষ্ঠানে এই আড়ম্বর আয়োজন।  

রোববার (৩ নভেম্বর) একই উপজেলার গাংকান্দি শাখারপাড় গ্রামের আলী সরদারের মেয়ে শারমিন খাতুনের সঙ্গে বিয়ে হয় লালচাঁনের।

রোববার বিকেলে উপজেলার টেকেরহাট শহীদ কবির মাঠ থেকে বর সেজে বাবা-মাকে নিয়ে হেলিকপ্টারে চড়েন লালচাঁন। পরে একই উপজেলার গাংকান্দি শাখারপাড় মাঠে গিয়ে নামেন। এ সময় হেলিকপ্টার দেখতে স্থানীয়রা ভিড় করেন। বরযাত্রী এবং আত্মীয়-স্বজনের চেয়ে হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড় ছিল চোখের পড়ার মত!

জানা গেছে, ইউনুস শেখের চার ছেলের মধ্যে বড় লালচাঁন শেখ। থাকেন ইতালি। বাবা-মায়ের ইচ্ছা ছিল বড় ছেলের বউ আনবেন হেলিকপ্টারে চড়ে। বাবা-মায়ের ইচ্ছা পূরণ করতেই ভাইয়েরা মিলে মাত্র দুই ঘণ্টার জন্য ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেন। হেলিকপ্টারে চড়েই বাবা-মাকে সঙ্গে নিয়ে বরযাত্রায় করে কনের বাড়ি যান লালচাঁন শেখ। স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে চড়ে বিকেলেই বাড়ি ফিরেন।  

বরের বাবা ইউনুস শেখ বলেন, শখ ছিল বড় ছেলের বউ হেলিকপ্টারে চড়ে আনবো। আল্লাহ আমাদের শখ পূরণ করেছেন। বাকি তিন ছেলের বিয়েতেও এমন আয়োজনের আশা আছে। আমার ছেলেদের জন্য দোয়া চাই সবার কাছে।

কনের বাবা আলী সরদার বলেন, আমরা খুবই আনন্দিত। আমার মেয়ে জামাই হেলিকপ্টারে চড়ে এসেছে। বিয়ে শেষে মেয়েকে নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজের বাড়িতে গিয়েছে। এলাকাবাসীও আনন্দিত। '

তিনি আরও বলেন, অনুষ্ঠানে অতিথি ছিল হাজারখানেক। কাবারের মেনুতে ছিল পোলাও-মাংস, মাছ, ফিন্নি, দই ও মিষ্টিসহ নানা পদ।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।