ঢাকা: সংস্কারকাজের জন্য রাজধানীর মহাখালী ফ্লাইওভারে যানবাহন চলাচলে বিধিনিষেধ দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয় ট্রাফিক গুলশান বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়,সবার অবগতির জন্য এই মর্মে জানানো যাচ্ছে যে, মহাখালী ফ্লাইওভারের এক্সপানসন জয়েন্টসমূহ প্রতিস্থাপন কাজ চলমান। ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেইট থেকে কাকলী অভিমুখী যানবাহনসমূহ শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।
আর ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেইট অভিমুখী যানবাহন শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।
অবশ্য গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি বাংলানিউজকে বলেন, প্রতিটি স্থাপনার সংস্কার প্রয়োজন হয়। ঠিক সেরকমভাবেই সংস্কার করা হচ্ছে মহাখালী ফ্লাইওভার। এটা রুটিন ওয়ার্ক। সংস্কার কাজ রাতের বেলা হবে। ফ্লাইওভারের দুই লাইন বন্ধ হবে না, এক লাইন বন্ধ থাকবে। আরেক লাইনে যান চলাচল করবে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এমএমআই/এইচএ/