ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
টেকনাফ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ জব্দ

কক্সবাজার: কক্সবাজারে টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা সংলগ্ন গোলারচর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ গোলারচর এলাকায় অভিযান চালিয়ে এ মাদক জব্দ করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (৫ নভেম্বর) টেকনাফের শাহপরীর দ্বীপ গোলারচর ও সেন্টমার্টিন দ্বীপের মাঝামাঝি নাফ নদীর মোহনায় মিয়ানমার থেকে আসা সন্দেহজনক একটি ট্রলারকে থামার নির্দেশ দেয় কোস্টগার্ড সদস্যরা। এতে তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে গোলার চরের দিকে যেতে থাকে। এক পর্যায়ে ট্রলারটি কূলের কাছাকাছি পৌঁছালে দুই ব্যক্তি লাফ দিয়ে পালিয়ে যান। পরে পাচারকারীদের ফেলে যাওয়া ট্রলারটি জব্দ করা হয়। এ সময় ট্রলারটি তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো একটি প্যাকেট জব্দ করা হয়। প্যাকেটটি খুলে এক কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায়।  

জব্দ করা মাদকের বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। মাদকগুলো টেকনাফ থানায় মজুদ রেখে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।