ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় আবু তাহের (৫০) নামে ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন।  

শুক্রবার (৮ নভেম্বর) ভোরে জেলা সদর উপজেলার জকসিন বাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় সুমন নামে একজন গুরুতর আহত হন।  

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

নিহত আবু তাহের জেলা সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামের আজিজ উল্যাহর ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় ইজিবাইক নিয়ে তাহের জকসিন বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইককে ধাক্কায় দেয়। এ সময় ইজিবাইক চালক আবু তাহের ও যাত্রী সুমন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর তাহেরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।  

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।