মানিকগঞ্জ: মানিকগঞ্জের যমুনা নদীতে নাব্যতা সংকটে পুনরায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে যানবাহন।
শনিবার (৯ নভেম্বর) সকালের দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
জানা যায়, যমুনা নদীতে নাব্যতা সংকটের কারণে বন্ধ রয়েছে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টা থেকে এ পথের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে আরিচা পয়েন্টে সাধারণ পণ্য বোঝাই ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা ফেরি ঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ বাংলানিউজকে বলেন, নাব্যতা সংকটের কারণে নদীর বিভিন্ন অংশে পানি কমে গেছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আমরা সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছি। তবে দ্রুত নাব্যতা সংকটের কারণে খনন কাজ চালাচ্ছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ড্রেজিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলেই ফেরি চলাচল পুনরায় চালু হবে।
প্রসঙ্গত, নাব্যতা সংকটের কারণে গত শুক্রবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। পরে সাড়ে ৩৭ ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
আরআইএস