ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
খিলক্ষেতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত ১

ঢাকা: ঢাকার ব্যস্ততম সড়ক খিলক্ষেতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বয়স পুলিশ বলছে, আনুমানিক ৫০ বছর হবে।

 

শনিবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে খিলক্ষেত নিকুঞ্জ ১ এলাকার ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে।

খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান জানান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান বিস্তারিত ঘটনা জানার জন্য পুলিশের একটি টিম কাজ করছে।

নিহতের নাম আলী আসাদ (৪৮)। বর্তমানে তিনি মিরপুর শাহ আলী এলাকায় থাকতেন মোটরসাইকেলে চালিয়ে যাওয়ার সময় কোনো একটি যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।