ঢাকা: রামপুরা থানাধীন চৌধুরীপাড়ার একটি বাসা থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, জোবায়ের হোসেন বিপুল (২৭) ও তার স্ত্রী মনীষা আক্তার (১৮)।
শনিবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকার ছয়তলা একটি বাসার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করে রামপুরা থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে। মনীষার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। তার বাবার নাম হোসাইন ব্যাপারী। বর্তমানে তারা চৌধুরীপাড়ার মাটির মসজিদ এলাকার ভাড়া বাসায় থাকতেন।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাছেদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে রামপুরার ওই বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ সময় দরজা ভেতর থেকে বন্ধ ছিল। জোবায়ের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ও স্ত্রী মনীষা জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন।
তিনি আরও জানান, জানতে পেরেছি, দুই মাস আগে তারা প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন। জোবায়েরের রামপুরা এলাকায় মোটরসাইকেল মেরামতের দোকান ছিল। ওই বাসায় তারা দুজন ভাড়া থাকতেন। সকালে মোটর গ্যারেজের এক কর্মচারী বাসায় গিয়ে অনেক ডাকাডাকি করেন। পরে জানালার ফাঁক দিয়ে দেখতে পান, তারা ঘরের ভেতরে ঝুলছেন। পরে থানায় খবর দেন ওই কর্মচারী।
পরিবারিক কলহের জের ধরে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, বলেন পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এজেডএস/এমজেএফ