ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় ছেলের হাতে মা খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
উত্তরায় ছেলের হাতে মা খুন ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর উত্তরা বাউনিয়া এলাকায় ছেলের ছুরিকাঘাতে মা দিনু বেগম (৪০) খুন হয়েছেন। ঘটনার পরপরই ছেলে জিহাদ পালিয়ে যান।

রোববার (১০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দিনুর স্বামী নুরুল আমিন জানান, তাদের বাড়ি ময়মনসিংহের গৌড়িপুর উপজেলার নালবাংগা গ্রামে। বর্তমানে উত্তরা বাউনিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি দিনমজুরের কাজ করেন। তার স্ত্রী গৃহিণী ছিলেন।

তিনি আরও জানান, তাদের ছেলে জিহাদ (২৫) কিছুই করে না। মাঝেমধ্যে টাকার জন্য তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতো। ভোরে স্ত্রী দিনুর  চিৎকারে তার ঘুম ভাঙে। দেখতে পান জিহাদ তার মাকে ছুরিকাঘাত করেছে। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনার পরে জিহাদ পালিয়ে গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, উত্তরা থেকে ওই নারীকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, ওই নারীর ছেলে তাকে ছুরিকাঘাত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ