সাতক্ষীরা: সাতক্ষীরায় ৪৭৩ গ্রাম ১২ মিলিগ্রাম ওজনের তিনটি স্বর্ণের বারসহ মো. জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে জানা গেছে।
রোববার (১০ নভেম্বর) ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি পরিবহনে অভিযান চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করা হয়।
আটক জাহাঙ্গীর রাজধানীর রায়েরবাগ থানার রায়েরবাগ গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা ক্যাম্পের হাবিলদার মো. মেজবাহ উদ্দিন রুবেলের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভোররাতে তুজলপুর এলাকায় অবস্থান নেয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এমআর পরিবহনের একটি কোচে তল্লাশি করে মো. জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করলে ডান পায়ের জুতার ভেতরে স্কচটেপ দিয়ে পেঁচানো তিনটি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক স্বর্ণের মূল্য প্রায় ৫৭ লাখ ৫৭ হাজার ৮৭০ টাকা।
তিনি আরও জানান, আটক জাহাঙ্গীরকে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
আরএ