ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বড় হচ্ছে। সরকারে যুক্ত হচ্ছেন আরও কয়েকজন।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবন দরবার হলে এ শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছে বঙ্গভবন প্রেস উইং।
নতুন উপদেষ্টাদের নাম পরিচয় প্রকাশ করেনি বঙ্গভবন প্রেস উইং।
তবে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন চার-পাঁচজন উপদেষ্টা শপথ নিতে পারেন।
নতুন উপদেষ্টাদের শপথ নেওয়ার পাশাপাশি কয়েকজনের দপ্তর পরিবর্তন হতে পারে বলেও জানা গেছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা গদি ছেড়ে পালানোর পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
এরপর আগস্টেই আরও চারজন উপদেষ্টা হিসেবে শপথ নেন।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এমইউএম/এমআইএইচ/আরএইচ